অনলাইন ক্লাসের জনপ্রিয় কিছু মাধ্যম



প্রাণঘাতী করোনা ভাইরাসের এই সময়ে বাড়ছে অনলাইন ক্লাসের গুরুত্ব। একই সাথে বেড়েছে অনলাইনে ভিডিও চ্যাটের হারও। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও চালু হয়েছে অনলাইন ক্লাশ। বিস্তৃত পরিসরে চালু না হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই সময়ে অনলাইনে ক্লাস নিচ্ছে বলে জানা গেছে। তাই চলুন অনলাইনে ক্লাশ করার ক্ষেত্রে আপনি অনেক মাধ্যম বা সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তাই চলুন অনলাইন ক্লাশের কিছু জনপ্রিয় মাধ্যম সম্পর্কে জেনে নেই।

ফেসবুক লাইভ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুককে নতুন করে পরিচিত করিয়ে দেওয়ার কিছু নেই। জনপ্রিয়তার বিচারে ফেইবুক সবার শীর্ষে। ফেইসবুককে পড়াশোনার ক্লাসরুম বানিয়েও কাজে লাগাতে পারেন। এখানে কোর্সভিত্তিক আলাদা গ্রুপে লাইভ ক্লাস করতে পারেণ। তাছাড়া এখানে ডকুমেন্ট, প্রেজেন্টেশন ও নোটস বিনিময়েরও সুবিধা  আছে। ক্লাস চলাকালে কমেন্টে কেউ তাঁদের সমস্যার কথাও জানাতে পারবেন। ক্লাসে উপস্থিত না থাকতে পারলে, গ্রুপে ভিডিও থেকে যাবে। এতে করে পড়ে এই লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারবে যে কেউ।

ইউটিউব লাইভ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ারিংভিত্তিক স