৭৫ দিন পর আবারও শুরু হলো ভারত-বাংলাদেশের মধ্যে সড়কপথে আমদানি- রপ্তানি। করোনা সঙ্কটের কারণে গত ২৩ মার্চ দু’দেশের মধ্যে সড়ক পথে পণ্য আসা-যাওয়া বন্ধ হয়ে গেছিল। কিন্তু কিছুদিন যেতেই দু’দেশের সরকারই আবারও বাণিজ্যের জন্য সড়কপথ খুলে দিতে একমত হয়। কিন্তু এতে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার আর তিনি পাত্তা পেলেন না। দু’দেশের প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আজ শনিবার (৬ জুন) সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় দুই দেশের প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের মধ্যে এ বৈঠক হয়।
মমতা বারবার যুক্ত দেখাচ্ছিলেন যে, বাংলাদেশ থেকে ভারতে পণ্য ঢুকলে তার সঙ্গে করোনা ভাইরাসও ভারতে ঢুকে পড়বে। মমতার এই হাস্যকর দাবির সঙ্গে দ্বিমত প্রকাশ করছিলেন অনেক বিশেষজ্ঞ। কারণ বাংলাদেশের থেকে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি বহুগুণে খারাপ। তাই বাংলাদশ থেকে ভারতে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কার থেকেও বড় শঙ্কা হলো ভারত থেকে বাংলাদেশে করোনা সংক্রমণ আরও বেড়ে যায় ক