চিতলমারীতে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, নারী ও শিশুসহ আহত ৫

বাগেরহাটের চিতলমারীতে এক পঙ্গু মুক্তিযোদ্ধার পরিবারের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। প্রভাবশালীরা হামলায় শিকার ওই পরিবারের আহত সদস্যদের অবরুদ্ধ করে রেখেছে। ফলে দু’দিন পার হতে চললেও আহতরা চিকিৎসা সেবা নিতে পারছেন না।গতকাল শুক্রবার (৫ জুন) দুপুরে এমটাই জানিয়েছেন নির্যাতনের শিকার ওই পরিবারের সদস্যরা।

পঙ্গু মুক্তিযোদ্ধা হরবিলাস পোদ্দার কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের উত্তর খলিশাখালি মৌজায় ১নং খতিয়ানে এসএ ১৭২নং দাগে বাবুগঞ্জ বাজারে তার ১৮ শতক জমি রয়েছে। সেখানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

সম্প্রতি গায়ের জোরে স্থানীয় প্রভাবশালী ইলিয়াস শেখ রাতারাতি একটি ঘর তুলে দখল নেয়। এরপর থেকে সে আরও জাগয়া দখল নিতে মরিয়া হয়ে ওঠে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

ওসি থানার এসআই সঞ্জয় দেকে ঘটনাস্থলে পাঠান। এসআই সঞ্জয় দে একটি সমাধান দেন। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টার দিকে প্রভাবশালী ইলিয়াস শেখ ও বেল্লাল শেখের নেতেৃত্বে আড়–য়াবর্নী গ্রামের ১৫/২০ লোক তাদের পরিবারের উ