মোহাম্মদ নাসিমের জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন



সংকটাপন্ন অবস্থায় থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে বাংলাদেশে স্পেশালাইজড হাসপাতাল। হাসপাতালটির সিইও ইমরান আহমেদ আজ এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, গত ৫ জুন ভোরবেলা করোনা চিকিৎসাধীন মোহাম্মদ নাসিমের স্ট্রোক হয়। তার মস্তিস্কে রক্তক্ষরণ শুরু হয়। জরুরি ভিত্তিতে তাকে অপারেশন করা হয়। তিনঘন্টার অপারেশন সফল হয়েছে। কিন্তু এখনো মোহাম্মদ নাসিম সঙ্কটমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, এখনো তার বিভিন্ন জায়গায় মস্তিস্কে রক্ত আছে। এটি মেডিসিন দিয়ে সারতে হবে। কিন্তু আরো ২৪ ঘন্টা পরে বোঝা যাবে নাসিমের অবস্থা কি।’

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বলেছেন, তার অবস্থা এখনো সংকটাপন্ন।  আর এই অবস্থায় তার চিকিৎসার জন্য দশ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হলো।’

এখন পর্যন্ত নাসিমের জ্ঞান ফেরেনি। তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।