ডিপ কোমায় মোহাম্মদ নাসিম



আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের জন্য গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ড আজ বিকালে বৈঠকে বসেছিল। তারা আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতার স্বাস্থ্যের ব্যাপারে আলাপ আলোচনা করেন। বৈঠক থেকে বেরিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নিউরোসার্জন ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘নাসিম সাহেবের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’।

১২ সদস্যের এই চিকিৎসক দলের মধ্যে ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য কনক কান্তি বড়ুয়া, ডা. হাবিবে মিল্লাত, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ দ্বীন মোহাম্মদ নুরুল হক, নিউরো বিশেষজ্ঞ কাজী দ্বীন মোহাম্মদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডা. এবিএম আব্দুল্লাহসহ আরো অনেকে।

তারা মনে করেন, মোহাম্মদ নাসিম এখন ডিপ কোমায় চলে গেছেন। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকরা এখনো আশা ছাড়েননি। তারা অলৌকিক কিছুর প্রত্যাশা করছেন।

উল্লেখ্য যে, মোহাম্মদ নাসিম গত ১ জুন করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। এরপর তিনি কিছুটা ভালো অনুভব করলে তাকে কেবিনে নেওয়ার কথা ছিল, কিন্তু ভোরবেলা তিনি স্ট্রোক করেন। সেখানে তার অবস্থা দ্রুত