ঢাকার রাজারবাগে ২৭ নাম্বার ওয়ার্ড লক ডাউন করার প্রস্তুতি নিচ্ছেন মেয়র আতিক। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন যে, ঢাকা উত্তরের অতি সংক্রমণ এলাকা রাজারবাগের ২৭ নাম্বার ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লক ডাউন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ রাতেই এই লক ডাউন করা হবে বলে মেয়র অফিস সূত্রে জানা গেছে।
উল্লেখ্য যে, সরকার এর আগে সিদ্ধান্ত নিয়েছিল অতি সংক্রমণ এলাকা, যে এলাকাগুলোতে এক লাখে ৩০ থেকে ৪০ জন আক্রান্ত সেই এলাকাগুলো রেড জোন চিহ্নিত করা হবে। সেই এলাকার যাতায়াত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হবে। শুধুমাত্র জরুরি স্বাস্থ্য সেবাসহ সব ধরণের চলাচল বন্ধ করা হবে। সেখানে খাদ্য সরবারহ নিশ্চিত করা হবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এলাকাগুলোকে অবরোধ করে সংক্রমণ ঠেকানোর কৌশল নিয়েছে সরকার। সেই কৌশলের অংশ হিসেবে রাজারবাগের এই এলাকা লক ডাউন হচ্ছে বলে সিটি কর্পোরেশন সূত্র নিশ্চিত করেছে।