মহানবী (সা.)-এর পর ইসলামের ইতিহাসের সবচেয়ে সোনালি অধ্যায় গণ্য করা হয় ‘খোলাফায়ে রাশিদিনে’র শাসনকালকে। মহানবী (সা.)-এর বিশিষ্ট চারজন সাহাবি এই সময় ইসলামের রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। যাঁরা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও ছিলেন একান্ত বিনয়ী। ঠিক যেমনটি পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘দয়াময় প্রভুর বান্দা তারাই যারা পৃথিবীতে বিনয়ী হয়ে চলাফেরা করে এবং যখন তাদেরকে মূর্খরা সম্বোধন করে তারা বলে সালাম।’ (সুরা ফোরকান, আয়াত : ৬৩)
আবু বকর সিদ্দিক (রা.) : ওমর ইবনুল খাত্তাব (রা.) মদিনার এক অন্ধ নারীর ঘরের কাজ করে দেওয়ার ইচ্ছা করেন। তিনি গিয়ে দেখলেন তাঁর আগেই কেউ সেখানে উপস্থিত হয়েছেন এবং অসহায় বৃদ্ধার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছেন। ওমর (রা.) তাঁর কাছে পৌঁছার পর দেখলেন তিনি মুসলিম বিশ্বের খলিফা আবু বকর সিদ্দিক (রা.)। (আল কামিল ফিত-তারিখ : ১১২৯)
উসামা বিন জায়েদ (রা.)-এর নেতৃত্বাধীন বাহিনীকে বিদায় জানাতে আবু বকর সিদ্দিক (রা.) তাদের সঙ্গে বের হন। এই বাহিনী শাম অভিযানে বের হয়েছিল। আবু বকর (রা.) পায়ে হেঁটে যাচ্ছিলেন আর উসামা (রা.) ছিলেন বাহনের ওপর। তিনি বললেন, হে আল্লাহর রাসুলের খলিফা! হয়তো আপনি