আজ ঐতিহাসিক ৭ই জুন



আজ ঐতিহাসিক ৭ই জুন। ছয় দফা দিবস। বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে আত্মত্যাগে ভাস্বর একটি দিন। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবির পক্ষে গণআন্দোলনের সূচনা হয়। ছয় দফার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। এই আন্দোলনের মাধ্যমে আগরতলা ষড়যন্ত্র মামলা, ছাত্রদের ১১ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। ১৯৬৬ সালের ১৩ মে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ৭ জুন হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। সেইসাথে মাসব্যাপী বঙ্গবন্ধুর ৬ দফার প্রচারে ব্যাপক কর্মসূচিও ঘোষণা করা হয়।

১৯৬৬ সালের ৭ই জুন ছয় দফা বাস্তবায়নের দাবীতে সারা দেশে ব্যাপক হরতাল পালিত হয়। হরতালে নির্বিচারে গুলি চালায় ও লাঠিপেটা করে পুলিশ ও ইপিআর। টঙ্গী, ঢাকা, নারায়ণগঞ্জে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ ১১ জন বাঙালি শহীদ হন। প্রায় আটশ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মী এবং হাজারো নিরীহ মানুষকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই ৭ জুন ছয় দফা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তখন আজাদ এনামেল এ্যালুমিনিয়াম কারখানার শ্রমিক আবুল হোসেন ইপিআরের গুলিতে শহীদ