আংশিক লকডাউন ১৩ জেলা; দেখুন কোনগুলো



দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে নতুন নিয়মে শুরু হয়েছে লকডাউন। এবার এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের আধিক্য বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) দেখানো হচ্ছে। আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) এমন জেলা দেখানো হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার (৬ জুন) সর্বশেষ আপডেট করা তালিকা অনুযায়ী এখানে দেখে নিন আংশিক লকডাউন হওয়া জেলাগুলো-

বরিশাল বিভাগ- ভোলা ও ঝালকাঠি।

চট্টগ্রাম বিভাগে- বান্দরবান, চট্টগ্রাম ও রাঙ্গামাটি।

ঢাকা বিভাগ- ঢাকা ও ফরিদপুর।

খুলনা বিভাগ- বাগেরহাট, কুষ্টিয়া ও মাগুরা।

রাজশাহী বিভাগ- চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ।