বেলকুচিতে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৯

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের প্রভাবশালী ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ গাড়ী ভাংচুর গুলি বর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপে উভয়গ্রুপের কমপক্ষে ১৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জনকে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, বেলকুচি উপজেলা আ’লীগের প্রভাবশালী ২ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গতকাল শনিবার বিকেলে ওই উপজেলার যোগনালা গ্রামে উভয় গ্রুপের আত্মীয়ের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একটি দরবার বৈঠকের দিন ছিল। এ বৈঠকে এক গ্রুপ শতাধিক মোটরসাইকেল ও মাইক্রোবাসযোগে আগে উপস্থিত হলেও অপর গ্রুপ কয়েকটি ট্রাক, মাইক্রোবান ও মটোর সাইকেলযোগে বিলম্বে ওই দরবারে উপস্থিত হয়। এ কারণে দরবারটি না হওয়ায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এ উপজেলার বানিয়াগাতীঁ নামকস্থানে একপর্যায়ে উভয়গ্রুপ মুখোমুখি হলে এ সংঘর্ষ বেেেধঁ যায়। সংঘর্ষ চলাকালে গুলি বর্ষনের ঘটনাও ঘটে এবং সংঘষকারীরা অর্ধ শতাধিক মটোর সাইকেল, মাইক্রোবাস ও ট্রাক ভাংচুর করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কেউ গ্রেফতার হয়নি। আবারো সংঘর্ষের আশংকায় সে