মাত্র ১ কিলোমিটার রাস্তার অভাবে প্রায় আড়াই কোটি টাকায় নির্মিত ব্রিজের সুফল পাচ্ছেনা এলাকাবাসী।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন এর আজিমপুর-স্বরুপপুর সংযোগ সেতুটি ২০১৩ ইং সালে নির্মান করা হয়।
এল.জি.ই.ডি এর বাস্তবায়নে ৫১ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রিজটি নির্মান করেন 'মেসার্স রফিকুল ইসলাম খান' নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এলাকাবাসীর অভিযোগ ব্রিজটি নির্মান করলেও ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক কাচা থাকায় তারা ব্রিজের সঠিক সুফল পাচ্ছেন না।
স্বরুপপুর, আজিমপুর, কাশিনাথপুর, বেড়াডাঙ্গা, জগন্নাথপুর, ব্রজবালা সহ আশেপাশের প্রায় ১০-১২ টি গ্রামের হাজার হাজার মানুষ ব্রিজটি ব্যাবহার করে থাকে। এসব গ্রামের শতশত শিক্ষার্থী এই ব্রিজ ব্যাবহার করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি আটকে গিয়ে কাদা জমে যাওয়ায় এলাকার অসুস্থ রোগীকে হাসপাতালে নেয়ার জন্য ভ্যানও আসতে পারেনা।
তাছাড়া এই এলাকায় অনেক ধান উৎপাদিত হয় এবং দুগ্ধ উৎপাদনকারী এলাকা হিসেবে যোগাযোগ ব্যবস্থা ব্যহত হচ্ছে বলে তাদের দুর্দশার কথা জানান এলাকাবাসী। চলতি মাসের ২ তারিখে মালবাহী একটি ট্রাক ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ভেঙে ফেলে। এরকম দুর্ঘটনা হরহামেশাই ঘটছে।
খোজ নিয়ে জানা যায়, রাস্তার কাজ পাশ হয়ে আছে তবে ফান্ডের অভাবে কাজ করা যাচ্ছে না।