চট্টগ্রামের ক্রিকেট কোচদের পাশে তামিম



করোনাভাইরাস সঙ্কট শুরু হওয়ার পর থেকে অসহায় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল খান। সেই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের ৫০ জন ক্রিকেট কোচকে আর্থিক সহায়তা করেছেন দেশ সেরা এই ওপেনার। তামিমের বড় ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল অনুদানের টাকা ৫০জন কোচের হাতে তুলে দেন। ‘চট্টগ্রাম জেলা কোচেস এসোসিয়েশন’ -এর ব্যবস্থাপনায় তামিম পৌঁছে দিয়েছেন তাঁর এই অনুদান।

আজ (রবিবার, ৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন নাফিস ইকবাল। নাফিস সংবাদমাধ্যমকে বলেন, ‘চট্টগ্রামে আমি এবং তামিম বাবার হাত ধরে যখন মাঠে যেতাম, এই কোচরাই আমাদের ক্রিকেট দীক্ষা দিয়েছেন। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোটা প্রতিটি ছাত্রদের দায়িত্বের মধ্যে পড়ে। চট্টগ্রামের স্থানীয় সিনিয়র কোচদের ব্যবস্থাপনায় তামিম ৫০ জন ক্রিকেট কোচকে অনুদান দিয়েছে।’

নাফিস ইকবাল আরো জানান যে, ব্যক্তিগতভাবে নিরবে এসব সাহায্য সহযোগিতা করেছেন তামিম। তিনি জানান, ‘এসকল কোচরা মনে বিন্দুমাত্র কষ্ট যাতে না পান, সে জন্য প্রতিটি খামই তাদের টেবিলে গিয়ে দেওয়া হয়েছে। তারা যেন কোনভাবে এটাকে অন্য দৃষ্টিতে না দেখেন, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। তামিম