জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীর ভাগ্নে খন্দকার মোশতাক ও খুনী রশীদের খালাতো ভাই ডা. ফেরদৌস বিকেলে কাতার এয়ারওয়েজের চার্টার্ড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে ১৪ দিনে কোয়ারেন্টিনে নিয়ে যায়।
বিশ্বস্বাস্থ্য সংস্থার গাউড লাইন অনুযায়ী এক দেশ থেকে অন্য দেশে কেউ আসলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়। তারপর তার নমুনা পরীক্ষা করে যদি দেখা যায় তিনি সংক্রমণ মুক্ত, তখন তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারে। বাংলাদেশে এখন করোনা সংক্রমণ সীমিত করা হয়েছে। বাংলাদেশের সমস্ত বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। এই অবস্থায় যারাই বিদেশ থেকে বিশেষভাবে আসছে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হচ্ছে। এই বাস্তবতায় ডা. ফেরদৌসকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।