ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রেড জোন এলাকার পাঁচটি স্পটে লকডাউন কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই লকডাউন কার্যকর হবে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রথমে রাজধানী ঢাকার দুটি স্পট, নারায়ণগঞ্জের একটি, নরসিংদীর মাধবদী পৌরসভা এবং গাজীপুরের একটি স্পটে শুরু হবে লকডাউন কার্যক্রম। রেড, ইয়োলো এবং গ্রিন জোনে ভাগ করে সারা দেশের একটা ম্যাপিং তৈরি করা হয়েছে। লকডাউন কীভাবে কার্যকর করা হবে, কারা কারা এর সঙ্গে সম্পৃক্ত থাকবেন- তার একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। এখন সবাই আছেন ওই প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়।
এদিকে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা গেলেও গতকাল দিনভর স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে কভিড-১৯ সংক্রান্ত বিষয়ে পুরনো তথ্য তুলে ধরার কারণে লকডাউন নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়েছে। অনেক গণমাধ্যম ওই ওয়েবসাইটের তথ্য তুলে ধরে জানায়, সারা দেশে ৫০টি জেলা ও ৪০০ উপজেলা লকডাউন করা হয়েছে। কিন্তু এটি সঠিক নয় বলে জানিয়েছেন আইইডিসিআরের একজন কর্মকর্তা। তিনি জানান, এটি পুরনো তথ্য। এদিকে কভিড-১৯ এর রেড জোন হি