দেড় বছরে সরকারের অদৃশ্য ৫ মন্ত্রী

বর্তমান সরকারের দেড় বছর পূর্ণ হল আজ। গত বছরের ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছিল। সেই মন্ত্রিসভায় ছোট খাটো কয়েকটি পরিবর্তন ছাড়া পুরো মন্ত্রিসভাই দেড় বছর পার করলো। ৪৭ সদস্যের এই মন্ত্রিসভায় এমন কয়েক জন আছেন যাদের মন্ত্রিত্ব আছে নাকি নেই তা জানতে মন্ত্রিসভার তালিকা দেখতে হয়। তাদের কোনও কার্যক্রম নেই। এরা আগে শুধুমাত্র মন্ত্রিসভার বৈঠকে থাকতেন। আর এখন করোনা পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠক না হওয়ায় তারা একেবারেই অদৃশ্য হয়ে গেছেন। এসব মন্ত্রীরা না আছেন কোনো উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, না আছেন নিজ এলাকার ত্রাণ কার্যক্রমে। জনগণের সাথে তাদের কোনও যোগাযোগই নেই। অথচ তারা হলেন জনগণের প্রতিনিধি। এদের কর্মকাণ্ডের মধ্যে শুধু চোখে পড়ে মন্ত্রীর বিশেষ গাড়ি নিয়ে ঘোরাফেরা করা। তারা অফিসে যান কি যান না, তারও কোনও খবর নেই। এমন মন্ত্রীদের মধ্যে রয়েছেন-

বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান

ইয়াফেস ওসমানকে কোনো সভা সমাবেশে দেখা যায় না। নিজ এলাকায় তিনি রীতিমতো ডুমুরের ফুল। সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও তাকে চোখে