‘করোনা আক্রান্ত হলেই হাসপাতালে ছুটতে হবে না’



প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ, ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, করোনা আক্রান্ত হলেই হাসপাতালে ছুটতে হবে না। ৮০ ভাগ রোগীর করোনা চিকিৎসা বাসাতেই সম্ভব। তাই আতঙ্কিত হয়ে হাসপাতালে ছোটাছুটি করার চেয়ে আক্রান্ত হলে বাসায় চিকিৎসা নিন। বাংলা ইনসাইডারের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত আলাপচারিতায় আজ এসব কথা বলেন তিনি।

ডা. আব্দুল্লাহ বলেন, করোনা সংক্রমিত ব্যক্তিদের ৮০ ভাগই বাসায় চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠেন।

তিনি পরামর্শ দিয়ে বলেন, যখন আপনি করোনা পজিটিভ হবেন তখন প্যারাসিটামল, ভিটামিন সি, অ্যান্টি হিস্টামিন খাবেন এবং মনোবল চাঙা রাখবেন। নিয়মিত শরীর চর্চা করবেন, তাহলে আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে উঠবেন।

তবে এই সময়ে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে সংযুক্ত থাকার পরামর্শ দেন এবিএম আব্দুল্লাহ। টেলিমেডিসিনের মাধ্যমে অথবা টেলিফোনের মাধ্যমে যেকোনো একজন ডাক্তারের সঙ্গে সংযুক্ত থাকার কথা বলেন তিনি।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই চিকিৎসক বলেন, যখনই আপনি করোনায় আক্রান্ত হবেন, তখন বাসায় চিকিৎসা নেওয়ার পাশাপাশি একজন চিকিৎসকের সাথে অবশ্যই সংযুক্ত থা