সিন্ধান্ত নেয়ার এখনই উপযুক্ত সময়

বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মাঝে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনার অবশিষ্টটুকু নেই। জানি অনেকেই আমার এ বক্তব্যের সাথে একমত পোষণ করবেন না শুধুমাত্র তাদের অবস্থানগত কারনে।

মুক্তিযুদ্ধের চেতনা বুঝতে এবং খুঁজতে হলে দেশের আপামর জনগণের নাগরীক অধিকার, শোষণ, বঞ্চনার কারনগুলো উপলোব্ধিতে আনতে হবে। এরপর রাষ্ট্রের আইন কাঠামো,রাজনীতি, সংবিধান শাসনতন্ত্রের সংস্কারের মাধ্যমে মুক্তিযুদ্ধের অঙ্গিকার সাম্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচারের চেতনা বাস্তবায়ন করতে হবে।

সুবিধাভোগের রাজনীতি, পারস্পরিক কুৎসা রটানো, এবং হানাহানি মাধ্যমে যুদ্ধারত অবস্থার সৃষ্টি করে ক্ষমতার রদবদলে কোন সমস্যারই সমাধান হবেনা। অতীতেও হয়নি বর্তমানেও হবেনা। কারন আমাদের নিজেদের শত্রু আমি আপনি সে হিসেবে আমাদের সামনে প্রভাব প্রতিপত্তি অর্থে বিত্তে শক্তিশালী হয়ে দন্ডায়মান রয়েছি।

সুতরাং দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে, প্রজন্ম রক্ষার স্বার্থে, জাতির অস্তিত্ব রক্ষার স্বার্থে এ প্রশ্নে জাতীয় ঐক্যমত পোষণ করাটাই জরুরী। আবহাওয়া ও জলবায়ুতে বিদ্যমান করোনার মত হাজারো ক্ষতিকর ভাইরাসের অবস্থান, প্রকৃতি পরিবেশ এবং বিশ্বরাজনীতি, আমাদের সে শ

বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মাঝে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনার অবশিষ্টটুকু নেই। জানি অনেকেই আমার এ বক্তব্যের সাথে একমত পোষণ করবেন না শুধুমাত্র তাদের অবস্থানগত কারনে। মুক্তিযুদ্ধের চেতনা বুঝতে এবং খুঁজতে হলে দেশের আপামর জনগণের নাগরীক অধিকার, শোষণ, বঞ্চনার কারনগুলো উপলোব্ধিতে আনতে হবে। এরপর রাষ্ট্রের আইন কাঠামো,রাজনীতি, সংবিধান শাসনতন্ত্রের সংস্কারের মাধ্যমে মুক্তিযুদ্ধের অঙ্গিকার সাম্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় বিচারের চেতনা বাস্তবায়ন করতে হবে। সুবিধাভোগের রাজনীতি, পারস্পরিক কুৎসা রটানো, এবং হানাহানি মাধ্যমে যুদ্ধারত অবস্থার সৃষ্টি করে ক্ষমতার রদবদলে কোন সমস্যারই সমাধান হবেনা। অতীতেও হয়নি বর্তমানেও হবেনা। কারন আমাদের নিজেদের শত্রু আমি আপনি সে হিসেবে আমাদের সামনে প্রভাব প্রতিপত্তি অর্থে বিত্তে শক্তিশালী হয়ে দন্ডায়মান রয়েছি। সুতরাং দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে, প্রজন্ম রক্ষার স্বার্থে, জাতির অস্তিত্ব রক্ষার স্বার্থে এ প্রশ্নে জাতীয় ঐক্যমত পোষণ করাটাই জরুরী। আবহাওয়া ও জলবায়ুতে বিদ্যমান করোনার মত হাজারো ক্ষতিকর ভাইরাসের অবস্থান, প্রকৃতি পরিবেশ এবং বিশ্বরাজনীতি, আমাদের সে শিক্ষাই দিচ্ছে। তাই শুভ সিন্ধান্ত নেয়ার এখনই উপযুক্ত সময়। আমাদের অনেকেরই বিদায় নেবার পালা শুরু হয়ে গেছে। পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে। আমরা কি আমাদের এই ক্ষয়িষ্ণু ধ্বংসের রাজনৈতিক সংস্কৃতির মাঝে আমাদের প্রজন্মকে রেখে যাবো? মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রধান সম্পাদক, শাহজাদপুর সংবাদ ডটকম তারিখ- ৮ জুন, ২০২০ খৃষ্টাব্দ