সিরাজগঞ্জে মাত্র চারদিনেই নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী দ্বিগুণের বেশি বেড়েছে। এর ফলে জেলাটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। গত শনিবার পর্যন্ত এ জেলায় ১০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১৯ এপ্রিল সিরাজগঞ্জে প্রথম এক বৃদ্ধের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে দু-একজন করে আক্রান্ত হচ্ছিল। তবে জুন শুরুর পর থেকেই
এ জেলায় হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত এপ্রিল ও মে মাসে ৪৩ জন আক্রান্ত হলেও চলতি জুনের পাঁচ দিনেই সেটা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। ২ জুন থেকে গত শনিবার পর্যন্ত এ জেলায় ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ মাত্র চারদিনে দ্বিগুণ হয়েছে করোনা রোগী। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন দুজন। এ দুজন বেলকুচি উপজেলার বাসিন্দা।
সূত্র আরো জানায়, এরই মধ্যে জেলার প্রায় সব উপজেলায় নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্তের তালিকায় এখন পর্যন্ত সবার শীর্ষে আছে সদর উপজেলা। সর্বশেষ শনিবার দুপুরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর ৯৩ জনের নমুনা রিপোর