স্বাস্থ্য মন্ত্রণালয়ে শেখ হাসিনার শুদ্ধি অভিযান অব্যাহত



স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেক বিতর্কিত কর্মকর্তা অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে বদলি করে রেলপথ মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সচিব মো. আসাদুল ইসলামের বদলির চার দিনের মাথায় বদলি হলেন অতিরিক্ত সচিব (ওষুধ প্রশাসন)- কে বদলি করা হলো। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

উল্লেখ্য যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেষ হাসিনা যে অ্যাকশন শুরু করেছে তার ধারাবাহিকতায় এটা সর্বশেষ বদলি।

সিএমএইচডির পরিচালককে যখন বদলি করা হয়েছিল। তখন জনপ্রশাসন মন্ত্রীর কাছে পরিচালক একটি চিঠি লিখেছিলেন। চিঠি লিখে সে বলেছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কি কি দুর্নীতি হয়, সেখানে কারা কি বলে। সে সময় এই অতিরিক্ত সচিবের নাম বলেছিলেন, তাকে ফোন করে জিএমআইয়ের মাস্ক নিতে বলেছিল।

স্বাস্থ্য মন্ত্রাণালয়ে এই বিতর্কিত অতিরিক্ত সচিবকেও এবার বদলি করা হলো। করোনা সংক্রমণের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে দায়িত্বহীনতা, সিদ্ধান্তহীনতা, এবং নজিরবিহীন দুর্নীতি তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাক