আর্জেন্টিনা এবং জুভেন্টাস তারকা পাওলো দিবালাকে করোনাভাইরাস ভালোভাবেই জেঁকে ধরেছে। প্রাণঘাতী এই রোগ থেকে এখনও শতভাগ সুস্থ হতে পারেননি তিনি। করোনাভাইরাস নেগেটিভ হলেও এই ভাইরাসের ছাপ এখনো রয়েছে দিবালার শরীরে। যদিও ইতিমধ্যেই ট্রেনিংয়ে ফিরেছেন এই তারকা ফুটবলার।
গত মার্চেই আর্জেন্টাইন তারকা দিবালা নিশ্চিত করেছিলেন যে, বান্ধবী ওরিয়ানা সাবাতিনির সঙ্গে তিনি করোনায় পজিটিভ হয়েছিলেন। একই সময় এই মহামারির কারণে ইতালির ফুটবল স্থগিত হয়েছিল। পরবর্তীতে এক মাস হোম আইসোলেশনে থাকার পর জুভেন্টাস কর্তৃপক্ষ জানায়, ৬ মে করোনা পরীক্ষায় নেগেটিভ হন দিবালা।
তবে সেই অসুস্থতার কারণে এখনও দিবালা শতভাগ ফিট নন এই স্ট্রাইকার। দিবালা বলেন, ‘আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম, তবে এখন আমি ভালো অনুভব করছি। যদিও আমি এখনও শতভাগ সুস্থ না। তবে আমি ভালো আছি। আমরা ফের অনুশীলন শুরু করেছি ও ফুটবল ফিরছে। সুতরাং আমরা যেটা ভালোবাসি দ্রুতই সেখানে আমরা ফিরবো।’
তথ্যসূত্রঃ বাংলা ইনসাইডার