শুক্রবার ভোররাতে মস্তিষ্কে রক্তক্ষরণের পর অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ নাসিম। এরপর অপারেশন টেবিলে এবং সেখান থেকে কোমায়। ৪৮ ঘণ্টা গত হয়ে গেছে। এখন পর্যন্ত ঘুমিয়ে আছেন মোহাম্মদ নাসিম। চিকিৎসকরা আগামীকাল পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর জন্য গঠিত হয়েছে মেডিকেল বোর্ড।
মেডিকেল বোর্ডের সদস্যরা বলেছেন যে, তিনি ডিপ কোমায় রয়েছেন। লাইফ সাপোর্ট দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে এবং চিকিৎসকরা তাঁকে নিয়ে খুব একটা আশাবাদী নন, তাঁরা বলেছেন যে তাঁর জন্য অলৌকিক কিছুর প্রত্যাশা করছেন।
কিন্তু সাধারণ মানুষ, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, গুণগ্রাহী- তাঁরা মনে করছেন যে, অলৌকিক কিছু ঘটবে মোহাম্মদ নাসিমের জন্য এবং মোহাম্মদ নাসিম জেগে উঠবেন। পরম করুণাময়ের কাছে সকলের প্রার্থনা, জেগে উঠুন মোহাম্মদ নাসিম, তিনি যেন আবার ফিরে আসেন আগের রূপে। সেই ভরাট গলায় তিনি যেন আবার মঞ্চ আলোকিত করেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার ঘটনা এটাই প্রথম নয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর যখন দেশে খুনীদের রাজত্ব কায়েম হয়েছিল তখনো তিনি