বঙ্গবন্ধুর স্নেহধন্য বীর মুক্তিযোদ্ধা আর নেই



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ময়মনসিংহের গফরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা শফিকুল আমীন খসরু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। সোমবার (৮ জুন) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গত শুক্রবার (৫ জুন) স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

৭৪ বছর বয়সী শফিকুল আমীন খসরু মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, এক মেয়ে, ভাই, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

১৯৬৪ সালে ময়মনসিংহ ছাত্রলীগের কার্যনির্বাহী পরিষদ সদস্য হিসেবে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যান এই নেতা। পরে ১৯৬৫ সালেও ৩২ ধানমন্ডিতে দেখা হয় বঙ্গবন্ধুর সাথে। সেখানেই প্রথম তার নাম জিজ্ঞেস করেন বঙ্গবন্ধু। তিনি ওই একবার নাম বলেছিলেন, পরে আর কোনদিন বলতে হয়নি। দূর থেকে দেখে তাকে দেখলেই বঙ্গবন্ধু বলে ওঠতেন, ‘এ্যাই তোরা সরে যা, আমার গফরগাঁওয়ের খসরু এসেছে, খসরু ভিতরে আয়।’

৬ দফা ও ১৯৭০ সালের নির্বাচনের সময় ময়মনসিংহ সার্কিট হাউজের জনসভায় যাচ্ছিলেন জাতির পিতা। পথে মশাখালি স্টেশনে নেমে স্থানীয় জনতার উদ্দেশে কথা বলার অনুরো