নাসিমের শারীরিক অবস্থা: জয়ের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী



আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। তিনি যে ডিপ কোমায় ছিলেন সেখান থেকে তার অবনতি ঘটেনি যেমন, তেমন পরিস্থিতির উন্নতিও ঘটেনি। বাংলা ইনসাইডারের সঙ্গে একান্ত আলাপচারিতায় মোহাম্মদ নাসিমের বড় ছেলে তানভীর শাকিল জয় এ কথা জানান।

জয় জানান, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছিলেন। তিনি মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

জয় আরও জানান, যদি তার বাবার করোনা নেগেটিভ হয় তাহলে তাকে বিদেশে পাঠানো যায় কিনা সে বিষয়টি চিকিৎসকরা দেখবেন। মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হলে তাকে বিদেশে নিয়ে যেতে চায় পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সম্মতি দিয়েছেন। এ ব্যাপারে তাকে নিয়মিত আপডেট করার জন্য নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য যে, আজ মঙ্গলবার বিকেলে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আবার মোহাম্মদ নাসিমের অবস্থা পর্যবেক্ষণ করবেন।

প্রসঙ্গত যে, গত পয়লা জুন মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি ঘটলে ৫ জুন যখন তাকে কেবিনে নেওয়ার কথা ছিল। কিন্তু  সেদিন ভোরেই তার ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে