সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এখন আর করোনায় (কোভিড-১৯) আক্রান্ত নন। তার করোনা পরীক্ষার রিপোর্ট আজ নেগেটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল (বিএসএইচ) কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।
এর আগে আজ সকালে মোহাম্মদ নাসিমের বড় ছেলে তানভীর শাকিল জয় বাংলা ইনসাইডারকে জানিয়েছিলেন, যদি তার বাবার করোনা নেগেটিভ হয় তাহলে তাকে বিদেশে পাঠানো যায় কিনা সে বিষয়টি চিকিৎসকরা দেখবেন। মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হলে তাকে বিদেশে নিয়ে যেতে চায় পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সম্মতি দিয়েছেন।
এখন নাসিম করোনা নেগেটিভ। সুতরাং তাকে বিদেশে পাঠানো যাবে কিনা সেটা দেখছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত যে, গত পয়লা জুন মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি ঘটলে ৫ জুন যখন তাকে কেবিনে নেওয়ার কথা ছিল। কিন্তু সেদিন ভোরেই তার ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে এখন পর্যন্ত তিনি কোমায় রয়েছেন।