করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে ভারতে। দেশটিতে জুন মাসের প্রত্যেক দিনই ৮ থেকে ১০ হাজার করে নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। প্রথম পর্বেই লকডাউন করা হলেও কোনওভাবেই কোভিড ১৯- এর মারণ সংক্রমণ কমছে না।
ভারতে এই মুহূর্তে পরীক্ষাও প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে। দৈনিক এক লাখের বেশি পরীক্ষা হচ্ছে। এই পর্যন্ত ভারতে ৫০ লাখ পরীক্ষা হয়ে গেছে। ভারতে সংক্রামিত হয়েছে ২ লাখ ৭৬ হাজার মানুষ। আর সারা দেশে মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৫০ জনের।
ভারতে মঙ্গলবার ৫০ লাখ পরীক্ষা হয়েছে। এরপরেই ভারত চতুর্থ দেশ হিসেবে ৫০ লাখের বেশি পরীক্ষা করাতে পারল। এর আগে রয়েছে আমেরিকা, রাশিয়া ও ব্রিটেন।
আমেরিকায় পরীক্ষা হয়েছে ২ কোটি ১৮ লাখ মানুষের, রাশিয়ায় ১ কোটি ১৩ লাখ ও ব্রিটেনে ৫৯ লাখ। যদি মোট পরীক্ষার সংখ্যা দেখা হয়, তাহলে ভারত ঠিক ব্রিটেনের পিছনে চতুর্থ দেশ হিসেবে রয়েছে। রাশিয়ার থেকে এখনও অনেক পিছনে ভারত।
বিভিন্ন দেশে মোট কত জনসংখ্যা, তার মধ্যে কতজন আক্রান্ত ও কতজন মৃত এই সবকিছুর ভিত্তিতে পরিসংখ্যান দেখা হচ্ছে। পরীক্ষা ও মৃত্যুর হার প্রতি ১০ লাখের নিরিখে স্থির হয়। এই নিরিখে ভারত পৃথিবীর ১৩০টি দেশের মধ্যেও