যশোরের অভয়নগরে ইউপি সদস্য মৃত্যুঞ্জয় বিশ্বাসের বিরুদ্ধে ১০ টাকা কেজি দরের চালের কার্ড বিতরণে আত্মীয়করণ ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি সুন্দলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য। নিজের স্ত্রী, চাচাত ভাই, মৎস্য ঘের ব্যবসায়ীসহ সচ্ছল ব্যক্তিদের নামে তালিকা তৈরি করার অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ইউএনও।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্ত ইউপি সদদ্যের বাড়ি একতলা পাকা দালান। তাঁর স্ত্রী অনিতা বিশ্বাসের নামে ১০৬৯ নং কার্ড রয়েছে। স্ত্রী নামের চাল তিনি নিজেই উত্তোলন করেন। ইউপি সদস্যের চাচাত ভাই পল্লী চিকিৎসক ও মৎস্য ঘের মালিক তাপস বিশ্বাসের স্ত্রীর চামেলি বিশ্বাসের নামে ১০৪২ নং কার্ড রয়েছে। রয়েছে ১৫০ বিঘা জমির মৎস্য ঘের মালিক প্রশান্ত মন্ডলের স্ত্রী মিত্রা মন্ডলের নামে ১০০৭ নং কার্ড।
এলাকাবাসীর অভিযোগ, ইউপি সদস্য মৃত্যুঞ্জয় ১০ টাকা কেজি দরের চালের কার্ড নিজের আত্মীয়দের মাঝে বিতরণ করেছেন। দরিদ্র, ভূমিহীন পরিবার বাদ দিয়ে সচ্ছল ব্যক্তিদের মাঝে অর্থের বিনিময়ে কার্ড দিয়েছেন। অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানান তারা।