করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ না থাকার পরও একাধিক হাসপাতালে ঘুরে ভর্তি হতে না পেরে গাড়িতেই মারা গেছেন চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতা (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। চিকিৎসা না পেয়ে এই নেতার মৃত্যুর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুকে ব্যাথা অনুভবের পর বুধবার (১০ জুন) সকাল থেকে অন্তঃত চারটি হাসপাতাল ঘুরে ভর্তি হতে না পেরে এই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজন ও সংগঠনের নেতারা।
মৃত শফিউল আলম ছগীর (৫৭) চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, সকাল সোয়া ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করেন ছগীর। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পরিবেশ দেখে ভর্তি করাতে চাননি স্বজনরা। পরে তাকে নেওয়া হয় বেসরকারি ক্লিনিক মেডিকেল সেন্টারে। সেখানে আইসিইউ বন্ধ ও চিকিৎসক না থাকার অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়। মেডিকেল সেন্টার থেকে নেওয়া হয়েছিল মেট্রোপলিটন হসপিটালে। সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর নেওয়া হয় পার্কভিউ হাসপাতালে। সেখানেও প