মাস্ক কেলেঙ্কারি; অবশেষে তদন্তে নামলো দুদক



বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে এন ৯৫- মাস্ক নিয়ে কেলেঙ্কারি শুরু হয়েছিল। সেই কেলেঙ্কারি ধামাচাপা দিতে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সব চেষ্টাই করেছে। কিন্তু তারপরও শেষ রক্ষা হলো না। অবশেষে মাস্ক কেলেঙ্কারি নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য করোনা সংক্রমণের শুরুতেই চিকিৎসকদের সুরক্ষার কথা বলা হয়। এ সময় চিকিৎসকরা তাদের সুরক্ষা সামগ্রী চান। তখন স্বাস্থ্য অধিদপ্তর তড়িঘরি করে জিএমআই- নামে একটি প্রতিষ্ঠানকে টেন্ডার না করেই সরাসরি মাস্ক কেনার দায়িত্ব প্রধান করেন। কেন জিএমআইকে কোন রকম টেন্ডার ছাড়াই এ দায়িত্ব দেওয়া হলো সেটি রহস্যময় বটে।

উল্লেখ্য যে, এন ৯৫ মাস্ক বাংলাদেশে তৈরী হয় না। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরী হয়্ জিএমআই- কোন এলসি বা আমদানী না করেই তারা তাদের গাজীপুরের ফ্যাক্টরিতে এই মাস্ক উৎপাদন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেই উৎপাদিত মাস্কের মোড়কে আসল এন ৯৫ এর প্যাকেট লাগিয়ে তারা বিভিন্ন হাসপাতালে সরবারহ করে। এর মধ্যে মুগদা হাসপাতাল থেকে এই মাস্ক যে আসল মাস্ক না