বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর বিএনপিতে গতি ফিরেছে। বিএনপি নেতাকর্মীরা আগের থেকে অনেক চাঙ্গা। বিশেষ করে দলের মহাসচিব নিয়মিতই সংবাদ সম্মেলন করছেন, সত্য-মিথ্যা মিশিয়ে সরকারের নানা সমালোচনাও করছেন। আর এই সময়ে বিএনপির অন্যান্য নেতাদেরও ঘুম ভেঙেছে। আড়ষ্টতা ভেঙে তারাও টুকটাক কথাবার্তা বলছেন। করোনা কালে বিএনপি রাজনীতিতে নিজেদেরকে বিরোধী দল হিসেবে প্রমাণের চেষ্টা করছে। আর এর মধ্যেই বিএনপির একাধিক সূত্র জানিয়েছে যে, তারেক জিয়া মোটামুটি নিষ্ক্রিয়, দলের কোন কর্মকাণ্ডের মধ্যে তিনি অন্তর্ভুক্ত হচ্ছেন না, হস্তক্ষেপ করছেন না এবং দলের নেতাদেরকে তিনি কোন পরামর্শ বা উপদেশও দিচ্ছেন না, দলের নেতাকর্মীদের সঙ্গে তাঁর কথাবার্তাও কালেভদ্রে হচ্ছে। এর কারণ কি জানতে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে, বেগম খালেদা জিয়ার কারণে তারেক জিয়া ওএসডি হয়ে আছেন এবং রাজনীতিতে নিষ্ক্রিয় হয়েছেন। বেগম খালেদা জিয়াই তাঁকে নিষ্ক্রিয় থাকার জন্য পরামর্শ দিয়েছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। একারণেই বিএনপির রাজনীতিতে তারেক জিয়া কোন ভূমিকা রাখছেন