মাছ, মাংস, সিগারেটসহ যেসব পণ্যের দাম বাড়লো



২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। দাম বাড়বে যেসব পণ্যের :বিদেশি মোটরসাইকেল, বডি স্প্রে, অনলাইন খাবার, অনলাইন কেনাকাটা, অ্যালকোহল, সিগারেট, চকলেট, আমদানি করা এলকোহল, ইন্টারনেট, প্যাকেটজাত খাদ্য, আমদানী তরল দুধ, বাদাম, ফল, মধু, জ্যাম জেলি আইসক্রীম,  লবন, কসমেটিকস

এছাড়া পেঁয়াজ, মাংস, মাছ, ড্রেশার, রাসায়নিক, বিস্ফোরক, মশার ওষুধ, রং, সাবান, গ্রানাইড এর দাম বেড়েছে।