সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার(১১জুন) দুপুরে ভ্রাম্যমান আদালত ভুয়া ম্যাজিষ্টেট মোঃ হাসমত আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
হাসমত আলী শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আকবর হোসেনের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ আরিফুজ্জামান এ আদালত পরিচালনা করেন।
জানা যায়, হাসমত আলী আজ বৃহস্পতিবার উপজেলা রাজমান বাজারে হযরত আলীর মিষ্টির দোকানে ম্যাজিষ্টেট পরিচয়ে বিভিন্ন ভয়–ভীতি ও ভ্রাম্যমান আদালত পরিচালনার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে উল্লাপাড়া থানা পুলিশকে খবর দেয়। এ খবর পেয়ে পুলিশ রাজমান বাজার থেকে আটক করে দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার(১১জুন) দুপুরে ভ্রাম্যমান আদালত ভুয়া ম্যাজিষ্টেট মোঃ হাসমত আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
হাসমত আলী শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আকবর হোসেনের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ আরিফুজ্জামান এ আদালত পরিচালনা করেন।
জানা যায়, হাসমত আলী আজ বৃহস্পতিবার উপজেলা রাজমান বাজারে হযরত আলীর মিষ্টির দোকানে ম্যাজিষ্টেট পরিচয়ে বিভিন্ন ভয়–ভীতি ও ভ্রাম্যমান আদালত পরিচালনার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে উল্লাপাড়া থানা পুলিশকে খবর দেয়। এ খবর পেয়ে পুলিশ রাজমান বাজার থেকে আটক করে দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।