অ্যা গুড ফেইস ইজ দ্য বেষ্ট লেটার অব রিকমেন্ডেশন, ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথের কালজয়ী উক্তি এটি। আগে দর্শনধারী, ফের গুণ বিচারি। অর্থাৎ আগে সৌন্দর্য পরে গুণ। হয়তো এই কারণেই অনেক পুরুষ অভিযোগ করেন, কর্মক্ষেত্রে সুন্দরী নারীরা এগিয়ে থাকে শারীরিক সৌন্দর্যের কারণে। অবশ্য এমন অভিযোগ অনেক সময় নারীদের কাছ থেকেও পাওয়া যায়, তার অপর নারী সহকর্মীর বিরুদ্ধে। কিন্তু এমন অভিযোগ কি সত্যি সত্য? সত্যিই কি কর্মক্ষেত্রে নারীর কর্মদক্ষতা ও যোগ্যতা গুণের চেয়ে শারীরিক সৌন্দর্য বেশি গুরুত্ব পায়। শারীরিক সৌন্দর্যই সব! তাহলে কি শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতা, সততা এসবের কোন মূল্য নেই। চলুন জেনে নেই এমন কিছু সুন্দরী নারী সম্পর্কে, যারা একইসাথে সুন্দরী, সফল এবং ধনী। তবে সৌন্দর্য তাদের অ্যাডভান্টেজ কিনা তা আপনারাই বিবেচনা করবেন।
সালওয়া আইদ্রিসি
মরক্কোর সবচেয়ে ক্ষমতাশীল ব্যাবসায়ী হলেন সালওয়া আইদ্রিসি আখন্দ। তিনি একজন সফল উদ্যোক্তা। আকসাল গ্রুপ নামে তার একটি ব্যাবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। তার সম্পদের পরিমান প্রায় ৫১৪ মিলিয়ন ডলার।
শেখ হানাদি
হা