প্রাণঘাতী করোনা এখন দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্বে। শুরুটা করেছিলো এশিয়ার দেশকে চীনকে দিয়ে। কিন্তু এখন যেন লাগাম ছাড়া হয়ে ছুটছে সারা বিশ্বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার চারটি ঢেউয়ের কথা বলেন। সংস্থাটির মতে দ্বিতীয় ঢেউ এখনো শুরু হয়নি। কিন্তু তবুও প্রথম ঢেউয়েই এশিয়া ইউরোপ ছাড়িয়ে ছারখার করে দিচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলকে। চলুন দেখে আসি নানা উত্থান পতন শেষে করোনায় বিপর্যস্ত শীর্ষ ২০টি দেশে কেমন পরিস্থিতি। আর এই তালিকায় রয়েছে আমাদের বাংলাদেশও।
করোনায় বিপর্যস্তের এই তালিকায় সবার শুরুতে রয়েছে যুক্তরাষ্ট্র। ইতিবাচক নেতিবাচক অনেক বিষয়েই প্রথম হওয়ার রেকর্ড রয়েছে দেশটির। কিন্তু করোনায় ক্ষতিগ্রস্তের এই তালিকায় দেশটি যেন একেবারেই বেমানান। এখনো পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২০ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ। আর মারা গেছে ১ লাখ ১৫ হাজার ১৪০ জন। আর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। টানা কয়েক দিন লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃতের হার বেড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাজিল। দেশটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৭ লক্ষ ৭৫ হাজার ১৮৪ জন