রেকর্ড ভেঙেই চলেছে করোনা সংক্রমণ



দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড সংখ্যক ৩ হাজার ৪৭১ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে টানা ৪ দিন তিন হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হলো।

আজ শুক্রবার (১২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজকের হিসেব ধরে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ৮১ হাজার ৫২৩ জনে। এর মাধ্যমে বাংলাদেশ করোনা সংক্রমণে চীনকে ধরে ফেলার অবস্থায় চলে গেল। চীনে এখন পর্যন্ত ৮৩ হাজার ৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশ সেটিকে প্রায় ধরে ফেলেছে। বাংলাদেশ চতুর্থ মাসে প্রবেশ করার পর প্রতিদিনই তিন হাজারের বেশি করে করোনা রোগী শনাক্ত হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৫ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৯০ জনের। এ পর্যন্ত বাংলাদেশে ৪ লাখ ৭৩ হাজার ৪২২ জনের পরীক্ষা করা হল। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফির