নাসিমের অবস্থার অবনতি



মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড আজ রাতে তার স্বাস্থ্য পরীক্ষা করেছে। স্বাস্থ্য পরীক্ষায় দেখা যায়, মোহাম্মদ নাসিমের পরিস্থিতি আগের চেয়ে একটু অবনতি হয়েছে। বিশেষ করে তার লাঞ্চে ইনফেকশন ধরা পড়েছে বলে মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন।

তবে লাইফ সাপোর্টে থাকা মোহাম্মদ নাসিমকে আরো ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করতে চান চিকিৎসকরা।

উল্লেখ্য যে, মোহাম্মদ নাসিম গত ১ জুন করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ৫ জুন তার মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ার পর তাকে অপারেশন করা হয়। এরপর থেকে তিনি ডিপ কোমায় আছেন। এখন পর্যন্ত তিনি কোমাতেই আছেন। লাইফ সাপোর্টেই মোহাম্মদ নাসিম রয়েছেন। যদিও গতকাল তার অবস্থার একটু উন্নতির কথা বলেছিলেন স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ। কিন্তু আজ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থার একটু অবনতিই হয়েছে।