প্রাণঘাতী করোনা ভাইরাস ৩ মাসের বেশি সময় ধরে বিপর্যস্ত করে দিয়েছে বাংলাদেশকে। করোনার কারণে ইতিমধ্যে দেশের অনেক স্থানেই ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের একজন সাবেক পরিচালক বলেন, বাংলাদেশে ষোল কোটির মানুষের ১০ শতাংশের মধ্যেও যদি রোগটি ছড়ায়, সেটা হবে এক কোটি ৬০ লাখ মানুষ। তাদের মধ্যে যদি পয়েন্ট ফাইভ, পয়েন্ট ফোর বা পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষের অবস্থা গুরুতর হয়। তাহলে আমরা হাসপাতালে আর চিকিৎসা করতে পারবো না। তার মতে, এতো আইসিইউ, এতো ফ্যাসিলিটিজ আমাদের নেই। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবেই প্রতিদিন ২১ শতাংশের বেশি করে করোনায় আক্রান্ত হচ্ছে। ফলে আগামী সপ্তাহগুলোতে অবস্থা কতটা ভয়ঙ্কর হবে তা সহজেই অনুমেয়। ৩ মাসের এই দীর্ঘ সময়ে পুরো দেশেই করোনার সামাজিক সংক্রমণ ঘটেছে। তবে কয়েকটি জেলায় সংক্রমিত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
আইইডিসিআর এর করোনা ম্যাপ অনুযায়ী, রাজধানী ঢাকায় এখনো পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৭১৭ জনের। যদিও চলতি সপ্তাহেই ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ইকনোমিস্ট’ এর প্রতিবেদনে ঢাকায় করোনা আক্রান্তের স