যেভাবে শুরু করবেন একটি সুন্দর সকাল



নাগরিক জীবনে প্রত্যেকেরই রয়েছে শত শত কাজ ও ব্যস্ততা। মানুষ প্রতিনিয়ন তার ভাগ্য পরিবর্তন থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মে ছুটছে। সকালে ঘুম থেকে উঠেই চাকরিজীবীদের অফিস, কাজ আর ছোটাছুটি। আবার শিক্ষার্থীদের ক্লাস কিংবা পরীক্ষার ব্যস্ততা। তবে শত ব্যস্ততার মধ্যেও দিনের শুরুটা ইতিবাচকভাবে শুরু করা উচিত। এতে করে আপনার দিনের শুরুটা যেমন ভালো কাটবে। তেমনি সারাটা দিন মনের মধ্যে প্রশান্তি কাজ করবে। একটি সুন্দর সকাল শুরু করার জন্য বেশ কিছু কাজ করতে পারেন আপনি। আর তাই চলুন জেনে নেই, যেভাবে শুরু করতে পারেন আপনার সকাল।

ইতিবাচক চিন্তা
সকালে ঘুম থেকে উঠে ইতিবাচকভাবে দিনের শুরু করার চেষ্টা করুন। এই কাজটিকে অভ্যাসে পরিণত করুন। এতে করে এক সময় দীর্ঘ সময়ের জন্য আপনার মনে প্রশান্তি কাজ করবে। যদি হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনার পছন্দমতো জ্ঞান শুনতে পারেন। অনেকেই ঘুম থেকে উঠে রবীন্দ্র কিংবা নজরুল সঙ্গীত শুনেন। এতে করে মন প্রশান্ত হয় এবং চাপ কমে। তাই দিনের শুরুটা ইতিবাচকভাবে শুরু করুন। চিকিৎসক ও মনোবিজ্ঞানীরা বেশিরভাগ সময় এইরকম পরামর্শ দিয়ে থাকে।