প্রধানমন্ত্রীর নির্দেশে সিএমএইচে নানক-নাছিম



ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচ হাসপাতালে ছুটে গেলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

জানা গেছে, রাতে ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহর মৃত্যুর খবর শোনার পরই দলের সিনিয়র নেতাদের হাসপাতালে যেতে বলেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশে মধ্য রাতেই হাসপাতালে ছুটে যান নানক এবং নাছিম।

প্রসংগত যে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ শনিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন।

প্রতিমন্ত্রী ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। তবে করোনা আক্রান্ত ছিলেন না। উল্লিখিত রোগগুলোতে ভুগলেও ধর্ম প্রতিমন্ত্রী হাসাপাতালে ভর্তি হওয়ার মতো অসুস্থ ছিলেন না। রাতে হঠাৎ করেই তার জটিলতা দেখা দিলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।