আমরা প্রায়ই অনেক কিছু ভুলে যাই। বাসার দরজা খুব ভালো করে লক করে বের হওয়ার পরও চিন্তায় অস্থির হয়ে উঠি হয়তো লকটি করা হয়নি। একেবারে নিকট আত্মীয় না হলেও অনেক সময় খুব কাছের কিংবা পরিচিতজনের নাম যেন মাথায় আসতেই চায় না। আর এই রকম সমস্যায় যেন আমরা হরহামেশাই আছি। আর বিষয়টি নিয়ে বিব্রত কিংবা বিরক্তির যেন কোন শেষ নেই। বয়স বিশের কোঠায় যখন কোনো সিনেমার চরিত্রের নাম মনে করতে পারি না, তখন বিষয়টিকে অনেকেই পাত্তা দেই না। ত্রিশের দিকে এমন ঘটলে বিষয়টিকে ‘ব্রেইন ফ্রিজ’ বলি। আর চল্লিশের দিকে এটাকে ‘সিনিয়র মোমেন্ট’ হিসেবে হাসি-তামাশা করি। কিন্তু বাস্তবতা হলো আপনার এমন ভুলে যাওয়ার প্রবণতা হাসির নয়। দুশ্চিন্তার কারণ হতে পারে। এমন প্রবণতা অশুভ কিছুর ইঙ্গিত হতে পারে। যারা স্বাস্থ্য নিয়ে মোটামুটি ধারণা রাখেন। তাদের মনে স্বয়ংক্রিয়ভাবে নেতিবাচক প্রশ্নের উদয় হতে পারে। স্মৃতিশক্তি হারাচ্ছি কি? এটাকি অ্যালঝেইমারস রোগের কোনো লক্ষণ?
আপনার জন্য আশ্বস্তের খবর হলো, যদি আপনার ভুলে যাওয়ার প্রবণতা শনাক্ত করতে পারেন। তাহলে তা খুব ভালো লক্ষণ। অন্ততপক্ষে অ্যালঝেইমারস অথবা অন্যান্য ধরনের ডিমে