প্রেম প্রতারনার নতুন ফাঁদ হয়ে উঠছে ফেইসবুক



বাংলাদেশের মিঠুন বিশ্বাসের সঙ্গে ২০১৫ সাল থেকে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মার্কিন তরুণী এলিজাবেথের। আর মাত্র ২ বৎসর পরেই ২০১৭ সালের প্রেমের টানে এলিজাবেথ চলে আসেন বাংলাদেশের ঝিনাইদহের এক গ্রামে। আসার সপ্তাহখানের মধ্যেই এলিজাবেথ বিয়ে করেন মিঠুন বিশ্বাসকে। বর্তমানে বেশ ভালো চলছে তাঁদের সংসার জীবন। গত বছরের ফেব্রুয়ারি মাসে দুজনে সুন্দর জীবন গড়ার স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে। আর মিলেমিশে বসবাস করছেন ভার্জিনিয়া শহরে। সেখানে দুজন দুটি প্রতিষ্ঠানে চাকরি করছেন বলে জানা যায়। করোনা সংকটের আগে প্রেমের টানে ভিনদেশি তরুণীদের বাংলাদেশে ছুটে আসার গল্প ছিল মানুষের মুখে মুখে। অবশ্য করোনাও এমন প্রেমকে হার মানাতে পারেনি। এই কয়দিন আগেই প্রাণঘাতী করোনা সংকটের মধ্যে বাংলাদেশি এক মেয়ে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করেন পাকিস্তানি এক ছেলেকে। বেশ ভিন্ন রকম এক আবহে এমন বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ে সম্পন্ন হলে কাজিকে বেশ খুশি দেখাল, এমন বিয়েতে উপস্থিত থাকতে পেরে তিনি বেশ আনন্দিত বলে জানালেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ভার্চুয়াল প্রেম পরিণতি যেন অহরহই ঘটছে। বাংলাদেশে