করোনা সংক্রমণের শুরু থেকেই অন্যরকম এক শেখ হাসিনাকে দেখছে এদেশের মানুষ। শেখ হাসিনা যে সাহসী তা নিয়ে কারোরই কোন সংশয় নেই। শেখ হাসিনা দূরদৃষ্টিসম্পন্ন এবং জনগণের প্রতি যে তাঁর অফুরন্ত ভালোবাসা রয়েছে এটা নিয়েও কারও কোন সন্দেহ নেই। কিন্তু এবার শেখ হাসিনা যেন ভিন্নরূপে এসেছেন। তিনি একাই সবকিছু সামলাচ্ছেন এবং করোনা মোকাবেলার ক্ষেত্রে তিনি যেন মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছেন, সাহসের প্রতীকে পরিণত হয়েছেন।
গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করে একটি বক্তব্য রাখেন। সেই বক্তব্যে তিনি বলেছেন যে, ‘আমরা হার মানবো না, মৃত্যু তো হবেই। মৃত্যু যেকোন সময় যেকোন কারণে হতে পারে। কিন্তু এজন্য ভীত হয়ে হার মানতে হবে?’ করোনা সংক্রমণে সবাই যখন আতঙ্কিত, প্রতিদিন উদ্বিগ্ন এবং ভীত হয়ে পড়ছে। সেই সময়ে শেখ হাসিনা সাহসের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। মোহাম্মদ নাসিমের মৃত্যুর ধাক্কা সামলাতে না সামলাতেই গভীর রাতে মারা গেলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ। প্রধানমন্ত্রী সেই সময় জাহাঙ্গীর কবির নানক আর বাহা উদ্দিন নাছিমকে নির্দেশ দিলেন যে, সিএমএইচে গিয়ে