গতকাল বিকেলে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক অনির্ধারিত বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশনা প্রতিপালন ও বাস্তবায়নের কৌশল নির্ধারণের আলাপ-আলোচনা করেন এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের মাননীয় সভাপতির নির্দেশনাটি সম্পর্কে অবহিত করেন।
১লা আষাঢ় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী ৩ মাসব্যাপী ( আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের প্রত্যেক নেতাকর্মীকে ৩টি করে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ করোনা