কে হচ্ছেন আল্লামা শফীর উত্তরসূরী, সিদ্ধান্ত আজই



হেফাজতে ইসলামীর আমীর ও দারুল উলুম মাদ্রাসার বর্তমান মোহতামিম (মহাপরিচালক) আল্লামা শাহ আহমদ শফীর উত্তরসূরী কে হবেন, তা নিয়ে গত কিছুদিন ধরে চলছে চাপা উত্তেজনা। এ নিয়ে  দ্বন্দ্ব সংঘাতেরও খবর পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী দারুল উলুম মাদ্রাসার শুরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বুধবার (১৭ জুন) সকাল ১০টায়। যে কারণে এই বৈঠক নিয়ে আগ্রহ তুঙ্গে উঠেছে, সেটি হচ্ছে— এই বৈঠকেই নির্ধারিত হতে যাচ্ছে আল্লামা শাহ আহমদ শফীর উত্তরসূরী। এই বৈঠকের ওপর তাই সারা দেশের অনেকেরই নজর। এমনকি সরকারের শীর্ষ মহলেরও নিবিড় নজরদারি রয়েছে এই বৈঠকটি নিয়ে। শুধু তাই নয়, বৈঠকটি ঘিরে যে কোনো অপ্রীতিকর অবস্থার আশঙ্কায় স্থানীয় পুলিশ প্রশাসনই শুধু নয়, চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে পুলিশ সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, গত ৭ জুন হঠাৎ অসুস্থ হয়ে আল্লামা শাহ আহমদ শফী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। আটদিন পর সোমবার (১৫ জুন) বিকেলে তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। এরপরই তিনি দারুল উলুম মাদ্রাসার শুরা কমিটির বৈঠক আহ্বান করেন। মাদ্রাস