জীবন জীবিকার প্রয়োজনে পুঁজিবাদী আর্থনৈতিক মডেলে তৈরি হয়েছে নানান রকম পেশা। আর এ সমস্ত পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন আমাদের সমাজের অনেকে। আর এ সমস্ত পেশায় পিছিয়ে নেই নারীরাও। একটা সময় ছিল যখন গৃহের বাইরের অর্থনীতিতে নারীদের তেমন একটা অবদান ছিল না। কিন্তু এখন যুগ পাল্টেছে। জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে সাথে পরিবর্তিত হয়েছে আমাদের চিন্তা ভাবনা। একটা সময় যা সংস্কার ছিল তা এখন শুধু চিন্তা ভাবনাগত একটা পরিবর্তনের কারণে কুসংস্কার হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষা জিনিসটাই এই রকম প্রতিনিয়ত আমাদের আলোকিত করে। প্রতিনিয়ত সমাজের কুসংস্কারকে দূর করে দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যায়। এগিয়ে নিয়ে যায় মানবসভ্যতাকে। কিন্তু এখনো কিছু কিছু পেশাকে নারীর জন্য খারাপ বলে বিবেচিত হয়। সমাজে এই সমস্ত পেশায় থাকা নারীকে নেতিবাচকভাবে দেখা হয়। চলুন জেনে নেই এমন কিছু পেশা সম্পর্কে।
শোবিজ
অন্ধকার বা কুসংস্কার সকল সমাজেই থাকে। ব্রিটেনে অভিনয়ের ক্ষেত্রে একসময় নারী চরিত্রগুলো পুরুষদের দিয়ে মঞ্চস্থ করা হতো। রানীর সামনেই এমন নাটক মঞ্চস্থ হয়েছে দীর্ঘদিন। কিন্তু একটা সময় নারীক