সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমের কুলখানি অনুষ্ঠিত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র কুলখানি মঙ্গলবার সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ঘোষিত ৭ দিনব্যাপী কর্মসূচীর তৃতীয়দিন মঙ্গলবার কোরানখানি এবং কাজীপুর উপজেলা আওয়ামী লীগ ঘোষিত মাসব্যাপী কর্মসূচীর প্রথমদিনে কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কবরস্থান মাদ্রাসা, মালশাপাড়া কবরস্থান মাদ্রাসা, শহীদগঞ্জ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে নাসিমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও তার নির্বাচনী এলাকা কাজীপুর পৌরসভা ও শহীদ এম মনসুর আলী সরকারী কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।