সিরাজগঞ্জে মৎস্যজীবী লীগ নেতার ওপর হামলা, পাল্টাপাল্টি অভিযোগ
NewsDesk
সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্ডল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।
মৎস্যজীবী লীগ নেতা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ-মুলিবাড়ি আঞ্চলিক সড়কের চরমুলিবাড়ি পিটিসি ভবনের সামনে পৌঁছলে তারা আমার মটরসাইকেলের গতিরোধ করে মারপিট শুরু করে।
আসন্ন ইউপি নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বর্তমান সয়দাবাদ ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নবীদুল ইসলামের ইন্ধনে তার লোকজন এ হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা সটকে পড়ে।
এ ঘটনায় ১০/১৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে। এর আগে ৪ জুন গভীররাতে বাঐতারা নিজ বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এ ঘটনায়ও থানায় অভিযোগ করা হয়েছিল।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে এখানে কোন দ্বন্ধ নেই। মুলিবাড়ি এলাকায় কাজ করার সময় মোয়াজ্জেম হোসেন বাধা দেয়ায় মুলিবাড়ি ও বাঐতারা গ্রামের লোকজনের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে কমবেশি উভয় পক্ষই