চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি; খুলনায় বন্ধ চিকিৎসা সেবা



রোগীর স্বজনদের হামলায় খুলনার গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকের পরিচালক ডা. আব্দুর রকিব খান নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাইসা ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে সরকারী- বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিকসহ সকল সেবা সাময়িক বন্ধ ঘোষণা করেছেন চিকিৎসকদের সংগঠন বিএমএ। তবে করোনা রোগীদের চিকিৎসা চলবে।

দুপুর আড়াইটায় জরুরি সভা করে বিএমএ এর খুলনা শাখা। সভায় সব আসামিকে গ্রেফতার এবং খুলনা থানার ওসিকে প্রত্যাহার না করা পর্যন্ত চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির আহবান করা হয়।

বিএমএ এর সভাপতি ডা. শেখ বাহারুল আলম জানান, চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেও শুধুমাত্র জরুরি চিকিৎসা সেবা দেওয়া হবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও খুলনা করোনা হাসপাতালে যথারীতি চিকিৎসা দেওয়া হবে। এছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় খুলনা প্রেস ক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা