স্বাস্থ্য অধিদপ্তরের কাজে প্রধানমন্ত্রীর অসন্তোষ



গণভবনে ডেকে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে দেশের করোনা পরিস্থিতি নিয়ে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এই অসন্তোষ জানান। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ এবং সিএমএসডির নব নিযুক্ত পরিচালক আবু হেনা মোরশেদ জামান উপস্থিত ছিলেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী জুয়েনা আজিজ এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ।

চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর যেভাবে কাজ করছে তাতে অসন্তোষ প্রকাশ করা হয় বৈঠকে। গণভবনের একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। আজ গণভবনে আবুল কালাম আজাদকে ডেকে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর করোনা মোকাবেলায় যেসমস্ত সমন্বয়হীনতা এবং গাফিলতিগুলো করছে, সেই সমস্ত গাফিলতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।

একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত ক