আমলাদের নিয়ে বঙ্গবন্ধুকে ক্যাস্ট্রোর সতর্কবাণী এখনো সত্য!



বঙ্গবন্ধু আর কিউবার কমরেড ফিডেল ক্যাস্ট্রোর মধ্যকার কথোপকথন শুনলে গা শিউরে ওঠে। অনেক ভয় হয় এখনো তার পরিবারের বাকী সদস্যদের জন্য, যদিও তা এখন আর সম্ভব নয়। তবুও দেখা নেওয়া যাক ক্যাস্ট্রো বঙ্গবন্ধু শেখ মুজিবকে কি বলেছিলেন-

মুজিব : কমরেড, হঠাৎ করে এ ধরনের কথাবার্তা বলছেন কেন? একটু গুছিয়ে বলবেন কি?

ক্যাস্ট্রো : বিকজ, ইউ হ্যাভ লিগালাইজড দ্য ডিফিটেড এ্যাডমিনিস্ট্রেশন ইন্ বাংলাদেশ। ইউ আর ফিনিশ এক্সেলেন্সি। (কেননা আপনি বাংলাদেশের একটা পরাজিত প্রশাসনকে আইন সঙ্গত করেছেন। এক্সেলেন্সি, আপনি কিন্তু নিশ্চিহ্ন হতে যাচ্ছেন)।

মুজিব : এক্সেলেন্সি, আপনি জানেন যে, আমাদের বাংলাদেশ আয়তনে একটা ক্ষুদ্র দেশ এবং একাত্তরের যুদ্ধে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। তাই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমাদের অভিজ্ঞতা সম্পন্ন ঝানু বুরোক্রেটদের প্রয়োজন। এজন্যই আমি পাকিস্তানি আমলের অভিজ্ঞ অফিসারদের চাকুরির ধারাবাহিকতা দিয়ে বাংলাদেশের প্রশাসনে বসিয়েছি।

ক্যাস্ট্রো: বেয়াদপী নিবেন না এক্সেলেন্সি। এঁদের প্রশাসনিক অভিজ্ঞতার কথা বলছেন? ফুঃ? হোয়াট এক্সপিরিয়েন্স দে হ্যাভ গট? উইথ দেয়ার এক্সপের