আজ সবচেয়ে আলোচিত রদবদল ছিলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমান খানের বদলি। তাকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (বারটান) নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত দুই সপ্তাহে এই স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ আরও দুই অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে অন্যান্য মন্ত্রণালয়ে।
এছাড়া প্রশাসনে আরো কিছু রদবদল আনা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বিএসটিআই এর মহাপরিচালক পদেও এসেছে পরিবর্তন। উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমতি ক্রমে অতিরিক্ত সচিব মো. মোহসিনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমতিক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ারকে বদলি করে নিয়োগ দেওয়া হয়েছে বাংলা